একদম বানিয়ে বলছি না কিন্তু!
আপনি এই মূহুর্তে হাতের কাছে থাকা কাগজের টুকরোতে এবড়ো থেবরো ভাবে যে মানুষটাই আঁকার চেষ্টা করেন না কেন, তা চাইলেই কিন্তু ১ ঘন্টার মধ্যে টিভির পর্দায় দৌড়াদোড়ি করাতে পারবেন। জ্বী, আমি ক্যারেক্টার অ্যানিমেশনের কথাই বলছি। আর এই মজার ক্রিয়েটিভ কাজটা করতে কিন্তু আপনাকে চারুকলা থেকে ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই। আপনার ক্যারেক্টার এর চেহেরা, বডি সেইপ যেরকমই হোক না কেন তা শুধু যে টিভির পর্দায় দৌড়াবে ব্যাপারটা শুধুমাত্র তা না, বরং এই এবড়ো-থেবড়ো ক্যারেক্টারটাই আপনাকে মাসে ২০-৩০ হাজার বা লাখ টাকাও এনে দিতে পারে!
Copyright © 2025 Lead IT | All Rights Reserved.